প্রিন্ট এর তারিখঃ Oct 21, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
ছাত্রদল নেতা জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যা, রক্তাক্ত লাশ উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের
আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১৯ অক্টোবর) পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি
বাসা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, পুরান ঢাকার
আরমানিটোলায় রোববার আজ (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে টিউশনি বাসার সিঁড়িতে
তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। আরমানিটোলার পানির পাম্প গলিতে তার টিউশনির
বাসায় লাশ পাওয়া যায় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বংশাল থানার ওসি রফিকুল
ইসলাম। তিনি বলেন, জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ওই বাসাটিই ছিল
তার টিউশনের বাসা। এখনও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত
করছি।
নিহত জুবায়েদ হোসাইন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০
শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়।
তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও জগন্নাথ
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের
প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, মৃত্যুর খবর শুনেছি। এখনও
কারণ জানা যায়নি। খুবই বেদনাদায়ক এটি। পুলিশকে সব সিসিটিভি ক্যামেরা দেখতে
বলেছি। আমি স্পটে (ঘটনাস্থল) যাচ্ছি।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী
বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল
ইমেইল:
nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669 / 01712596354
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি
© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত